বিনোদন ডেস্ক :গত কয়েক মাস দেশের অবস্থা তেমন স্বাভাবিক ছিল না। সিনেমা ইন্ডাস্ট্রিতেও স্থবির অবস্থা বিরাজ করেছে। নতুন সিনেমাও মুক্তি পায়নি সেভাবে। এখন অবস্থা আগের থেকে ভালো। এই সময়েই বড় বাজেটের ‘দরদ’ মুক্তি পাচ্ছে আজ। ‘তুফান’-এর পর সিনেমায় যে স্থবিরতা দেখা দিয়েছে, সেটার উত্তরণ ঘটাতে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘দরদ’ মুক্তিতে সিনেপ্রেমীরা ভীষণ আশাবাদীও!  যদিও এটি শাকিব খানের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ ঈদের বাইরে দীর্ঘ সময় পর তার সিনেমা মুক্তি পাচ্ছে। দর্শক সিনেমাটিকে কীভাবে নেন সেটাই দেখার বিষয়। এদিকে মুক্তির দু’দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়। রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি দরদ-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। কয়েকদিন আগে এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে, যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করেছে। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। অনন্য মামুন বলেন, ঈদ ছাড়া দেশের ১০০ হলে মুক্তি পাচ্ছে ‘দরদ’। পাশাপাশি ২২ দেশের মানুষ ছবিটি দেখতে পারবেন। এটা আমাদের জন্য বড় ব্যাপার। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না। এদিকে শাকিব খান বর্তমানে নতুন সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন মুম্বইয়ে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’-এর শুটিং করছেন। এতে তার বিপরীতে রয়েছেন ইধিকা পাল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *