বিনোদন ডেস্ক:অর্জুনের সঙ্গে ব্রেকআপ নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি মালাইকা অরোরা। অন্যদিকে অর্জুন প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন, তিনি একেবারে সিঙ্গেল। এমনকি, স্পষ্ট এটাও জানিয়েছেন, মালাইকার সঙ্গে ব্রেকআপের পর অবসাদে ভুগছেন তিনি। তবে এসবে ভ্রুক্ষেপ নেই অভিনেত্রীর। বরং রোজই সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা নতুন পোস্ট দিয়ে যাচ্ছেন। যা দেখে গুঞ্জন উঠেছে নতুন সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। তার সাম্প্রতিক পোস্টও এমনই ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে মালাইকা একটা স্টোরি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখলেন, সুপ্রভাত, দিনের শুরু হোক একমুখ হাসি, মনের শান্তি এবং বুক ভরা ভালোবাসা এবং আনন্দকে সঙ্গে নিয়েই। একদিকে প্রাক্তন অর্জুন রয়েছেন অবসাদে। অন্যদিকে মালাইকার এমন পোস্ট। তাই সবার মনেই প্রশ্ন, এত জলদি অর্জুনকে ভুলে গেলেন মালাইকা? এদিকে এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে ব্রেকআপ নিয়ে বলতে গিয়ে অর্জুন বলেন, একাকিত্ব এই প্রথম নয়, ২০১৪ সালে মায়ের মৃত্যুর পর থেকেই আমার অভ্যাস হয়ে গিয়েছে। এই সময়টাই নিজেকে তৈরি করেছি। অভিনেতা হয়েছি। কাজ আমাকে ব্যস্ত রাখতো। তাই একাকিত্ব আমাকে গ্রাস করতে পারেনি। মালাইকাকে ইঙ্গিত করে অর্জুন বলেন, তবে সম্প্রতি যেটা, যেভাবে ঘটেছে, তা সম্মাজনকভাবেই হয়েছে। তাই একাকিত্ব থাকলেও, দুঃখ এবং হতাশাটা কম। তবে এটা বুঝতে পেরেছি, সেলফ কেয়ার অত্যন্ত জরুরি। এটা নিজেকে এগিয়ে নিয়ে যায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *