ডায়ালসিলেট ডেস্ক :মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে- এমন বিধান রেখে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

আজ বুধবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল আগেই জানিয়েছিলেন যে আজ অধ্যাদেশ সংশোধনের এই প্রস্তাব উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উঠবে।

এর আগে বৈঠকে যোগ দিতে বেলা ১১টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো।

সূত্র : বিবিসি

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *