গাজীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

গাজীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

ডায়ালসিলেট ডেস্ক :গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ওই তিন শিক্ষার্থী হলেন, মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। তারা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থী এবং শ্রীপুরের মাটির মায়া রিসোর্টে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটিসির ৬টি দ্বিতল বাসে করে বিশ্ববিদ্যালয়ের ৪৬০ শিক্ষার্থী পিকনিক করতে শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন। পাঁচটি বাস নিরাপদে পার হলেও একটি বাস হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সঙ্গে বিদ্যুতায়িত হয়। এতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ১৫-২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

0Shares