ডায়াল সিলেট ডেস্ক :: আইপিএলের মেগা নিলামে এবার নাম ছিল বাংলাদেশের ১২ ক্রিকেটারের; কিন্তু দল পাননি একজনও। বিসিবির পরিচালক নাজমূল আবেদীনের কাছে এটা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের বর্তমান পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের বিকেএসপির সাবেক কোচ নাজমূল বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সরাসরিভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।’

আইপিএলে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে জটিলতাকেও আইপিএলে তাঁদের সুযোগ না পাওয়ার একটা কারণ মনে করা হয়। টুর্নামেন্টটি দুই মাস দীর্ঘ, অথচ এবার বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দেওয়া হয়েছে দুই সপ্তাহের জন্য। সেটা অবশ্য স্বাভাবিকও। ওই সময় জাতীয় দলের খেলা আছে বলেই এমন সিদ্ধান্ত বিসিবির।

এছাড়া আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে তো আর জোর করে বাংলাদেশের ক্রিকেটার ঢোকানো যাবে না। তাঁদের দলে টানাটাকে প্রয়োজন মনে হতে হবে ফ্র্যাঞ্চাইজিদেরও। নাজমূলও বলেছেন সেটাই, ‘জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারব না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছরও। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়, আমাদের চেষ্টা থাকা উচিত এই সুযোগগুলোকে কাজে লাগানোর।’

আফগানিস্তানের উদাহরণ দিয়ে নাজমূল যোগ করেন, ‘আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে এই জায়গায় ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে, আমরা পিছিয়ে পড়েছি।’

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *