বিনোদন ডেস্ক:  অনেক দিন পর নতুন ধারাবাহিক নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। অচিনপুর গ্রামের প্রেমানন্দ কলেজের নানান ঘটনা নিয়ে বাংলাভিশনের নতুন এ ধারাবাহিকের নাম ‘অচিনপুর’। আহমেদ শাহাবুদ্দীন- এর রচনা
ও কায়সার আহমেদ- এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে আজ থেকে প্রতি সপ্তাহের শনি, রোব ও সোমবার রাত ০৯টা ৪৫ মিনিটে। শখ বলেন, এটি একটি গ্রামের গল্প। নাম অচিনপুর। নানা ধরনের ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যাবে গল্প। আমার কাছে এতে অভিনয় করে দারুণ লেগেছে। বিশেষ করে গ্রামীণ প্রেক্ষাপটে কাজ করাটা অন্যরকম লেগেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। নাটকের গল্পে দেখা যাবে অচিনপুর গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রেমানন্দ কলেজ’। কলেজটিতে লেখাপড়া তেমন হয় না, তবে প্রেম চলে। কলেজের মেয়েদের ইভটিজিং করে বখাটেরা। এই
ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অচিনপুর গ্রামেরই চার মেয়ে ‘ফিমেল ফাইটার্স’ নামে একটি দল গঠন করে। তাদের কাজ ইভটিজিংসহ সব ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা। একদিন প্রেমানন্দ কলেজে নতুন শিক্ষক আসে। নাম রাশেদ। গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় রাশেদকে ধরে বসে ফিমেল ফাইটার্স- এর মেয়েরা। খুব জেরা করে, এতে রাশেদ বিব্রত হয়ে পড়ে। এদিকে রাশেদ ওঠে গ্রামের প্রভাবশালী শালিক খন্দকারের (শালিক খনকার) বাড়িতে। শালিক খনকার
একাধারে গ্রাম প্রধান ও ইউনিয়ন চেয়ারম্যান। পাশাপাশি প্রেমানন্দ কলেজের গভর্নিং বডির সদস্যও। তবে ফিমেল ফাইটার্সের মেয়েদের ওপর ক্ষুব্ধ তিনি। এভাবেই অচিনপুর গ্রামের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে ধারাবাহিক নাটকটির গল্প। এতে শখ ছাড়াও অভিনয় করেছেন মীর সাব্বির, আ.খ.ম হাসান, শাহেদ শাহারিয়ার, ইমিলা হক, স্বর্ণলতা, রেজমিন সেতু, সঞ্চিতা দত্ত, মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *