বিনোদ ন ডেস্ক:কিয়ারা আদভানি এবং রামচরণ অভিনীত দক্ষিণী সিনেমা ‘গেম চেঞ্জার’। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ১০ই জানুয়ারি। এ শংকর পরিচালিত এই সিনেমা হতে চলেছে বলিউড এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির মেলবন্ধন। সিনেমাটি নিয়ে ভীষণ উত্তেজিত পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেই। ‘গেম চেঞ্জার’ ঘিরে দর্শকের উদ্দীপনাও বেড়ে চলেছে। সম্প্রতি এই ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আসে। পোস্টারে কিয়ারাকে নতুন লুকে দেখা যায়। তার এই লুক দেখে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটজনতা। এ নিয়ে সমালোচনা করছেন অনেকেই। কিয়ারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্টার সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। একজন দর্শক এই লুক দেখে মন্তব্য করেছেন, সত্যিই কিয়ারাকে জোকার মনে হচ্ছে। আরেকজনের মন্তব্য, অত্যন্ত বিরক্তিকর এটা। আর এখন থেকেই মনে হচ্ছে এটা মহা ফ্লপ এবং বেকার এক ছবি। এই বলিউড অভিনেত্রীর এক ভক্ত বিরক্তি প্রকাশ করে লিখেছেন, কিয়ারাকে এরা কী বানিয়ে দিয়েছে। সিনেমার আরও দু’টি গান ‘জারাগানদি’ এবং ‘রা মাছ মাছ’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শক থেকে। সিনেমাটি তামিল এবং হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে।