ডায়ালসিলেট ডেস্ক:প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আরও সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশে সহজে ব্যবসা করার বিষয়টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার চালাচ্ছে।

সোমবার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসকে একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আরও বেশি সুইডিশ বিনিয়োগকে উৎসাহিত করি’, তার সরকার দুর্নীতি দমন করেছে। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকে সহজ করেছে এবং শ্রম আইন সম্পর্কিত আইএলও কনভেনশন অনুমোদনের দিকে এগিয়ে গেছে।

রাষ্ট্রদূত উইকস এসময় বলেন, তার সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *