প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক:সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলকায় অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ যৌথবাহিনী। এসময় পণ্য পরিবহণের পিকআপসহ ৩জনকে আটক করা হয়েছে।
রোববার(৮ডিসেম্বর) ভোররাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বালিউড়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ৫২৫ ক্যারেটে প্রায় ১২ হাজার কেজি কমলা, ৮৪ বস্তায় ৪ হাজার ২০০ কেজি চিনি ও ৩টি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-মো.বেল্লাল হোসেন, আব্দুর রহিম ও মাহফিস মরল।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সোয়েব বিন আহমদ জানান, ভারত থেকে অবৈধ পথে অস্ত্র আনা হচ্ছে এমন সংবাদ পেয়ে যৌথবাহিনী অভিযান চালায়। ভারতীয় কমলা ও চিনিসহ তিন আসামীকে আটক হলেও তাদের কাছে কোন প্রকার অস্ত্র পাওয়া যায়নি বলেও জানান তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech