ডায়ালসিলেট ডেস্ক :সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অণু বিভাগ) ইশরাত জাহান।

দুই নিকট প্রতিবেশী দেশের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে পররাষ্ট্রসচিবদের বৈঠক। বৈঠকে অংশ নিতেই বিক্রম মিশ্রির এই সফর।

গত ৫ই আগস্ট শেখ হাসিনার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের চরম টানাপড়েনের মধ্যে ঢাকায় এলেন দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবনে মধ্যাহ্নভোজ কাম সচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বিক্রম মিশ্রির। এরপর রাতেই তিনি দিল্লি ফিরবেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *