বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত ৩

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত ৩

ডায়ালসিলেট ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন।রোববার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ার বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, রোববার সকালে চট্টগ্রামে থেকে বি-বাড়িয়ার নবীনগরের উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি যাত্রীবাহি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এ সময়ে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা ৩ যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আহত ৮ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। নিহত ৩ জনের মধ্যে তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া গেছে। কুমিল্লার মুরাদনগর থানার হোসেনপুর গ্রামের মো. নসু (৪০) ছাড়া অন্য দুজনের পরিচয় জানা যায়নি।

ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ