প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
বিনোদন ডেস্ক:মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কলকাতার ছোটপর্দার খল-অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়কে। পর্দায় নায়িকা ইধিকা পালের বোনের চরিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যে কলকাতা আর মুম্বাইয়ে শুটিং সেরে ফেলেছেন তিনি। শিগগিরই বাংলাদেশে ছবির বাকি অংশের শুটিংয়ে ফিরছেন রিয়া।
বাংলাদেশের প্রথম সারির নায়ক আপনার জামাইবাবু? আপনার সঙ্গেও তো তা হলে পর্দায় শাকিব খানের রসায়ন থাকার কথা? আনন্দবাজার অনলাইনের এমন প্রশ্নে বাঁধভাঙা হাসি দিয়ে নিজেকে সামলে রিয়া বলেন, আমাকে কীভাবে দেখা যাবে তা পর্দার জন্য তোলা থাক। আমি এখন কিছুই বলতে পারব না। তবে এটি বলতে পারি— যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা দেখতে পাবেন আমাকে।
যদি সত্যিই রিয়া পর্দায় ইধিকার দিদি হন, তাহলে তার সাজ কেমন হবে? যথারীতি চুপ অভিনেত্রী। তিনি মুখ না খুললে কী হবে, টালিপাড়ায় চর্চা— রিয়াকে নাকি একদম রূপটান ছাড়া দেখা যাবে। তার সত্যিকারের চুলে লম্বা বিনুনি। চোখের তলায় জমে থাকা সত্যিকারের কালি— এসব নিয়েই ধরা দেবেন তিনি। তার সঙ্গে ইধিকাও যে যে দৃশ্যে থাকবেন, সেসব দৃশ্যে রূপটান নিচ্ছেন না। চরিত্র নিয়ে সবিস্তার না জানালেও রসিকতা করেছেন, শাকিবের সঙ্গে ছবি তোলার সময় তিনি নিখুঁত সাজবেন। এ কারণেই রিয়া গত বছরের কাছে ঋণী। তিনি বলেন, মাস দুয়েক আগেও চোখের পানি ফেলতে ফেলতে দিন কেটেছে। এখন উত্তেজনায় ফুটছি। ২০২৫ তাকে হতাশ করবে না— এমনই আশা অভিনেত্রীর।
এদিকে রিয়া গঙ্গোপাধ্যায়কে নিয়মিত ছোটপর্দায় দেখা যায় কখনো ‘মিঠিঝোরা’, আবার কখনো ‘অমরসঙ্গী’ ধারাবাহিকে । এখন সেসব আপাতত স্থগিত। রিয়া মন দিয়েছেন বাংলাদেশের ছবিতে। ভিসা সমস্যা মিটলেই তিনি উড়ে যাবেন বাংলাদেশে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech