প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
ডায়ালসিলেট ডেস্ক:বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কেউ যদি দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে বা ইউএনও অফিসে তদবির বা থানায় তদবিরে যায় তাহলে আমাকে রিপোর্ট করুন।
তিনি আরও বলেন, যদি কেউ এমন করেন তাহলে তার বিরুদ্ধে আমি শুধু ব্যবস্থাই নেবো না, তাকে কেবল বহিষ্কারই করব না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার বেলা ১২টায় সখীপুর ডাকবাংলো চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সখীপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, আগামী দিনের রাজনীতি মেধার ভিত্তিতে রাজনীতি। সন্ত্রাসী রাজনীতি আগামী দিনে চলবে না। কোনো রকমের প্রতারণা, দখলবাজি টেন্ডারবাজি এগুলো করে আগামী দিনের রাজনীতি চলবে না।
অনুষ্ঠানে সখীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের আহবায়ক মোর্শেদুল ইসলাম অন্তর, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের আহবায়ক তানজিম ইসলাম রাসেল প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech