প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক:টি-টোয়েন্টিতে ২০৬ রানের মতো পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এমন সাবলীল ব্যাটিং সচরাচর দেখা যায় না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তো সেটা আরও অভাবনীয়। তবে এবার সে কাজটাই করে দেখিয়েছেন রংপুরের রাইডার্সের দুই ব্যাটার অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান।
বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ২ রানে প্রথম উইকেট হারানো দলকে তারা এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। শেশ পর্যন্ত ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন হেলস, আর দলের জয় প্রায় নিশ্চিত করে ৮০ রানে ফেরেন সাইফ।তাদের ব্যাটিং বীরত্বে সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে সক্ষম হয় রংপুর। বিপিএলের ইতিহাসে এখন এটা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সফল রানতাড়ার কীর্তি।
এর আগে ২০১৯-২০ মৌসুমে অধুনালুপ্ত ঢাকা প্লাটুনের বিপক্ষে সমান ২০৬ রান তাড়া করে জয়ের দেখা পেয়েছিল খুলনা টাইগার্স।
আর বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানতাড়ার কীর্তি কুমিল্লা ভিক্টোরিয়ানসের। ২০২২-২৩ মৌসুমে খুলনার দেওয়া ২১১ রানের লক্ষ্য তাড়া করে কুমিল্লার দলটি।
এদিকে সিলেটের বিপক্ষে ২ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ১৮৬ রানের বিশাল এক জুটি গড়েন হেলস এবং সাইফ। বিপিএল ইতিহাসে এটা এখন চতুর্থ সর্বোচ্চ আর দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি।
বিপিএল ইতিহাসে সর্বোচ্চ জুটির রেকর্ড অবশ্য রংপুরের-ই। ২০১৭ সালে দুই মারকুটে ব্যাটার ক্রিস গেইল এবং ব্রেন্ডন ম্যাককালাম মিলে দ্বিতীয় উইকেট গড়েছিলেন ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech