প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫
স্পোর্টস ডেস্ক :আইপিএল নাকি বিপিএল নয়, বরং শোনা যায় আইপিএলের পর বিপিএলই কি সেরা ফ্র্যাঞ্চাইজি লীগ কিনা! তবে ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুলের কথা শুনলে যে কারও হাত মাথায় উঠতে পারে। বিপিএলও নয়, তার মতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লীগই (ডিপিডিএল) আইপিএলের চেয়ে কঠিন
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলকে ধরা হয় সবচেয়ে সেরা টুর্নামেন্ট। শীর্ষে এই টুর্নামেন্ট, এরপর বাকিরা নিজেদের দ্বিতীয় সেরা দাবি করে। আইপিএলের নিলামের দিকেও থাকে সবার চোখ। নিলামের হাতুড়িতে কোটিপতিও বনে যান অনেকে। সব ক্রিকেটার এ লীগে খেলার জন্য মুখিয়ে থাকেন। এমনকি আইপিএলের জন্য রয়েছে আলাদা উইন্ডোও। জনপ্রিয়তা, আয়োজনের ব্যাপকতা ও পারিশ্রমিক বিচারে আইপিএলের সঙ্গে অন্য কোনো দেশের ঘরোয়া টুর্নামেন্টের তুলনা হয় না।
তবে পারভেজ রসুল শুধু তুলনাও করেননি, এগিয়েও রেখেছেন ঢাকা প্রিমিয়ার লীগকেও। ডব্লু জে রসুলের শো ‘অফ স্ক্রিপ্ট’কে পারভেজ বলেন, ‘বাংলাদেশের ঢাকা লীগে আমি পাঁচ বছর খেলেছি। আমার মতে, ঢাকা লীগ আইপিএলের চেয়ে কঠিন। আমি আইপিএল এবং ঢাকা লিগেও খেলেছি।’
মিঠুন মানহাসের পর জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পাওয়া পারভেজ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়াও খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ ও পুনে ওয়ারিয়র্সে। ৩ ফ্র্যাঞ্চাইজিতে ৪ বছরে খেলেন ১১ ম্যাচ। যেখানে অফ স্পিনে নিয়েছেন ৪ উইকেট, ব্যাট হাতে করেন ১৭ রান। ভারতের হয়ে ২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা পারভেজ ডিপিএলে গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অব রুপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন ৪ মৌসুম।
আইপিএলের চেয়ে ঢাকা লীগকে শুধু কঠিন বলেননি, যুক্তিও দিয়েছেন পারভেজ। তিনি বলেন,
‘কঠিন, কারণ আইপিএলে চুক্তি করা হয় মৌসুমের জন্য। খেলার সুযোগ পান আর না পান, চুক্তি করা হয়। খেলানোটা দলের ওপর নির্ভর করে। ভালো করুন কিংবা এক-দুটো ম্যাচ খারাপ করে বাদ পড়লেও দলের সঙ্গে থাকা যায়। কিন্তু ঢাকা প্রিমিয়ার লীগে সব মিলিয়ে চাপ অনেক বেশি। কারণ, তারা দুই ম্যাচের জন্য চুক্তি করে। এই দুই ম্যাচে ভালো করলে টিকে যাবেন। ব্যর্থ হলে তৃতীয় ম্যাচের পর ফেরার টিকিট হাতে পাবেন।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech