প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: চলে গেলেন ভোজপুরি ছবির জনপ্রিয় অভিনেতা সুদীপ পাণ্ডে। সুদীপের পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। খবর এনডিটিভির
গতকাল বুধবার বেলা ১১টায় মুম্বাইয়ে অভিনেতার মৃত্যু হয় বলে জানা গেছে। ৩০ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তবে কেবল অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হিসেবেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সক্রিয় ছিলেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে ভোজপুরি বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন তাঁর প্রিয়জনেরা। মন খারাপ তাঁর ভক্তদেরও। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লিখেছেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করি।’
আরেকজন লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলেন।’ তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনো সুদীপের মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
২০০৭ সালে ভোজপুরি ছবি ‘ভোজপুরিয়া ভাইয়া’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন সুদীপ। অ্যাকশন তারকা হিসেবে খুব তাড়াতাড়ি দর্শকের মন জয় করে নেন। এরপর ‘পেয়ার ম্যায়’, ‘বালওয়া’, ‘ধরতি’র মতো অনেক জনপ্রিয় ভোজপুরি ছবিতে কাজ করেছিলেন। ২০১৯ সালে তাঁকে হিন্দি ছবি ‘ভি ফর ভিক্টর’-এও দেখা যায়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech