সাইফ আলি খানের উপর হামলাকারী যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

সাইফ আলি খানের উপর হামলাকারী যুবক গ্রেপ্তার

বিনোদন ডেস্ক :বলিউড তারকা সাইফ আলি খানের উপর হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। সিসিটিভিতে যার মুখ দেখা গিয়েছিল, সেই আততায়ীকেই আটক করেছে পুলিশ। প্রশাসনের প্রাথমিক অনুমান, পরিবারের অন্য গৃহকর্মীর সঙ্গে যোগাযোগ ছিল তার। জানা যায়, বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়ে তার খোঁজ পায় পুলিশ। সেই সময় আততায়ীর সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এর পরেই আটক করা হয় তাকে। পুলিশ জানায়, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। এমনকি হামলাকারী বাড়ির নকশা জানত। তাই পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য ফায়ার শ্যাফ্ট ব্যবহার করেছিল।  পতৌদির বাড়ি থেকে বেরিয়ে হামলাকারী পোশাক বদলে নেয়। ইতিমধ্যেই পুলিশের ২০টি দল গঠন করে ঘটনার তদন্তে নেমেছে, প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি, তথ্যদাতাদের দেওয়া তথ্য অনুসরণ করে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে।

0Shares