ডায়াল সিলেট ডেস্ক :: ঢালিউড তারকা পরীমনি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সিনেমা কিংবা ওয়েব সিরিজ মুক্তির কারণে নয়। গতকাল পুরোনো একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে এই তারকা ছিলেন আলোচনায়। আজ সোমবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। আদালতও পরীমনির আবেদন মঞ্জুর করেন। জামিন পেয়ে কেঁদেছেন নায়িকা। তিনি বলেন, ‘বরাবরই আমার আইনের ওপর বিশ্বাস ছিল। শ্রদ্ধা ছিল। এখনো আছে। আমার এই বিশ্বাস শেষ অবধি রাখতে চাই।’

 

আজ সোমবার পরীমনির আইনজীবী জামিনের আবেদন করেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। জামিন শেষে আদালতে দাঁড়িয়ে পরীমনি বলেন, ‘গতকাল থেকে সবাই যেভাবে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি গর্বিত যে এত ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত ন্যায়বিচার পাবই। সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা নিয়ে আমি আসলে জিততে চাই।’

 

আদালতে কথা প্রসঙ্গে পরীমনির বক্তব্য ছিল এমন, ‘আমি যে মামলা করেছিলাম, তার ঠিক আড়াই বছর পর তিনি পাল্টা একটা মামলা করেন, যে মামলার জন্য আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আমার বিশ্বাস ছিল, আমি মোকাবিলা করব। সবাই আমাকে যেভাবে সাহসটা জুগিয়েছেন, আমি জামিন পেয়েছি। সবার ভালোবাসা পাচ্ছি। সবার এই ভালোবাসা পেয়ে আমি বাড়ি ফিরছি। চূড়ান্ত জয় নিয়েও যেন আমি বাড়ি ফিরতে পারি। আমার জন্য দোয়া করবেন।’

 

শেষে পরীমনি বলেন, ‘আমার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে আমাকে দমানোর জন্য। এর বাইরে আর তো কিছুই দেখছি না। এখন এই মামলা বিচারাধীন। আমার বিশ্বাস, সঠিক বিচার পাব। ন্যায়বিচার পাব। আমি বারবার আদালতের কাছেই এসেছি। এখান থেকে আশাহত হতে চাই না।’

 

এর আগে পরীমনির বিরুদ্ধে ২০২১ সালের ১৮ জুলাই নাসির উদ্দিন মাহমুদ হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা হয়। ২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাঁকে বিদেশি মদসহ গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তিন দফায় মোট সাত দিন তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তারের ২৭ দিন পর ১ সেপ্টেম্বর পরীমনি কারাগার থেকে জামিনে মুক্ত হন। সে সময় লাইভে ও সাক্ষাৎকারে কেঁদেছিলেন পরীমনি। সংসার জীবনেও একাধিকবার নানা ইস্যুতে আবেগাপ্লুত বক্তব্য দিয়েছেন পরী।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *