ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশ ব্যাংকের ভল্টের লকারে তল্লাশি চালিয়ে জব্দ করা সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর সোনা ও অর্থ বাংলাদেশ ব্যাংকের লকারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ আদেশ দেন।

 

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে গত ২২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ভল্টের লকারে তল্লাশি চালিয়ে সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর রাখা ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার জব্দ করা হয়। পাশাপাশি ৭০ লাখ টাকার এফডিআর ও প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের এক কেজি (প্রায় ৮৬ ভরি) সোনার অলংকার জব্দ করা হয়।

 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মৌখিকভাবে এস কে সুরের স্বর্ণালংকার ও অর্থ বাংলাদেশ ব্যাংকের লকারে রাখার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন।আদালতের নির্দেশ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ওই লকার খোলা যাবে না বলে জানিয়েছেন পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

 

১৪ জানুয়ারি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী। ১৯ জানুয়ারি তার ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে দুদক। এ সময় সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়। তার তিনটি ফ্ল্যাটেরও সন্ধান পাওয়ার কথাও জানিয়েছে দুদক।

 

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *