ডায়ালসিলেট ডেস্ক :অন্তর্বর্তীকালীন সরকারের দায়বোধ জাগিয়ে তুলতে চেষ্টা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার জাতীয় প্রেসক্লাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ উদ্যোগে এক কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।শ্রমিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আমরা যারা নেতৃত্বে রয়েছি, তাদের এই বিষয়ে খেয়াল করতে হবে। শ্রমজীবী মানুষরা কেবল সম্পদ উৎপাদনই করে না, প্রত্যেকটা বিজয় ও লড়াইয়ে তারা শক্তিশালী ভূমিকা পালন করেছে। তাই তাদের দাবি মানা এখন সময়ের দাবি। অন্তর্বর্তী সরকার একটি সংস্কার কমিটি করেছে এবং কমিটি থেকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। সুপারিশ কতটুকু বাস্তবায়িত হবে, জানা নেই। কিন্তু আমাদের চাপ সবসময় অব্যাহত রাখতে হবে।

শ্রমিক আন্দোলনের দাবি ও লড়াই কখনো শেষ হবে না মন্তব্য করে তিনি বলেন, আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলোর সমাধান না হলে এক-দুই বছর পর আবার নতুন সমস্যা তৈরি হবে। বিবর্তন ও পরিবর্তনের মাধ্যমে নতুন চাহিদা কিংবা দাবি আসবেই। সেসবের সমাধানের জন্য আমাদের সবসময়ই চেষ্টা করে যেতে হবে। এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস।

আজকের যে দাবিগুলো তুলে ধরে হয়েছে, সেসব অত্যন্ত যুক্তিসঙ্গত মন্তব্য করে নজরুল বলেন, সব যুক্তিসঙ্গত দাবি অর্জন হয় না। আমি যদি ন্যায্যভাবে ১০ টাকার অধিকারী হই তাহলে যিনি টাকাটা দেবেন তার পকেটে টাকাটা কমে যায়। যে আইনের সংশোধন সংকট মোচনে সাহায্য করে, সে আইন সংশোধনেও অনেকের আগ্রহ থাকে না। অথচ শ্রমজীবী মানুষ এদেশের প্রত্যেকটা আন্দোলন-লড়াইয়ে জীবন দিয়েছে। কিন্তু তাদের জীবনদানকে কখনো মূল্যায়ন করা হয়নি। কারণ আমরা যারা শ্রমিকদের প্রতিনিধিত্ব করি, আমরাই তো অর্জন করতে পারিনি।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *