ডায়াল সিলেট ডেস্ক :: দেশজুড়ে ডেভিল হান্ট অপারেশনে একের পর এক আওয়ামী ডেভিল ধরা পড়ছে। ফ্যাসিস্ট সরকারের সাবেক সংসদ-সদস্য (এমপি) থেকে শুরু করে বাদ যাচ্ছে না পাতি নেতাও। গত ২৪ ঘণ্টার অভিযানে সারা দেশে ৬০৭ ডেভিলকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন অস্ত্র। এছাড়া এই সময়ে অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় ১১৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

 

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাকে এমপি মো. আব্দুল মজিদ খানকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা-১৪ আসনের সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের অন্যতম সহযোগী অস্ত্রধারী সন্ত্রাসী রিপন আহমেদ রিংকুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় মিরপুর ২ নম্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। এছাড়া মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ ডেভিলকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারদের কেউ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, চিহ্নিত ছিনতাইকারী, কেউ মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ডেভিল ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে যেন কোনো ডেভিল (অপরাধী) পালাতে না পারে সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেছেন, মাঠে-ময়দানে, রাজপথে কোনো অপরাধীকে দেখতে চাই না। মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে এক কর্মশালায় একথা বলেন।

 

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানিয়েছেন, সোমবার বিকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেভিল হান্ট অপারেশনে ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে এক হাজার ১৬৮ জনকে। অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, ছয়টি দা/রামদা, ১৩টি চাকু/ছোরা, দুটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল এবং দুটি লাঠি উদ্ধার করা হয়েছে। শনিবার শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনে সোমবার সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল ১ হাজার ৫২১ জনকে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *