ডায়াল সিলেট ডেস্ক :: শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অধীনে আজ আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। যেখানে বিভিন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান ।
কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান।