ডায়ালসিলেট :সিলেটে পৃথক অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ও রাতে জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাঠলি গ্রামের আব্দুল আহাদের ছেলে আব্দুল মুমিন (২৮), সিলেটের ঘেচুয়া গ্রামের মৃত আজমুল আলীর ছেলে জিহাদ উদ্দিন (৩২), জকিগঞ্জ পৌরসভার পঙ্গবট গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪০) ও মাজবন্দ হেতিছানগর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জাবেদ আহমদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো.সম্ভ্রাট তালুকদার।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-জগন্নাথপুর সড়কে চেকপোস্ট বসিয়ে আব্দুল মুমিনবনামের এক ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি রামদা, ১টি কুড়াল, ১টি তালা কাটার মেশিন, ১টি রেঞ্চ, ১টি লোহার রড ও ১টি মুখোশ উদ্ধার করা হয়েছে। তবে রাসেল নামের আরেক ডাকাত এসময় পালিয়ে যায়।

তিনি আরও জানান, শুক্রবার বিকেলে জকিগঞ্জ থানার ঘেচুয়া গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *