ডায়ালসিলেট ডেস্ক ::   সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া শাহজালাল বাজারে গত ৫ মার্চ রাতে সিলেট সদর দলিল লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক কামরান আহমদ তালুকদারের পালসার-১৫০ সিসি, সিলেট মেট্রো-ল ১২২৩৭৮ মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

 

বৃহস্পতিবার (৬ মার্চ) এক বিবৃতিতে সিলেট সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বলেন, শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া শাহজালাল বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের সময় নিরিহ পথচারী সিলেট সদর দলিল লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক কামরান আহমদ তালুকদারের মোটর সাইকেলে অগ্নিসংযোগকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় সিলেটের সচেতন নাগরিকদের নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

 

বিবৃতিতে নিন্দা জ্ঞাপনকারী নেতৃবৃন্দ হলেন- সিলেট সদর দলিল লেখক সমিতির সভাপতি শেখ লোকমান মিয়া, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সহ-সভাপতি মো. সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমদ ইমন, কোষাধ্যক্ষ শ্রী দিপেশ চন্দ্র পাল, প্রচার সম্পাদক মো. মাহবুবুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক মো. খালেদ হোসেন, সদস্য মো. কামাল আলী গাজী, সুমন রাজা, মো. মিজানুর রহমান ও অমৃত কুমার ঘোষ।-বিজ্ঞপ্তি

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *