ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাদেপুকুরিয়া গ্রামের কাতার প্রবাসী আবুল হাসানের স্ত্রী জাকিয়া বেগমের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

 

শনিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে গৃহবধূর লাশ হস্তান্তর করেছে পুলিশ।

 

পরিবার সূত্রে জানা গেছে, মাত্র ৮ মাস আগে আবুল হাসানের সঙ্গে জাকিয়ার বিয়ে হয়। গৃহবধূর বাবার বাড়ি বিয়ানীবাজার উপজেলার পাড়িয়াবহর গ্রামে।

 

শ্বশুরবাড়ির লোকজনের দাবি, জাকিয়া আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন, তা তারা নিশ্চিত করতে পারেননি।

 

স্থানীয়রা জানান, গৃহবধূকে স্বামী কিংবা শ্বশুর বাড়ির কেউ আত্মহত্যায় প্ররোচিত করতে পারেন। মৃত্যুর আগে ওই গৃহবধূ স্বামীর সঙ্গে ফোনে কথা বলেছেন। আর এ কারণে গৃহবধূর মৃত্যুর পেছনে কোনো রহস্য থাকতে পারে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে নানা জল্পনা।

 

জানা গেছে, শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে গৃহবধূ জাকিয়ার কোনো সাড়া শব্দ না পেয়ে শ্বশুর বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তাকে শাড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঘরের ভিমের সঙ্গে ঝুলে থাকতে দেখেন।

 

পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শনিবার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

 

থানার এইআই আব্দুর রাজ্জাক জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *