নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্যে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর।
মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশে আজ রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হয় । ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপন করছেন এসব দেশের মুসলিমরা।
এবারের যুক্তরাজ্যে আবহাওয়া ভালো থাকায় বেশিরভাগ মুসল্লিরা উন্মুক্ত মাঠে বা পার্কে ঈদের জামাত পড়েছেন। জামাত শেষে বাংলাদেশিরা একে অন্যের সাথে কোশল বিনিময় করেন। পরে বিভিন্ন শহরে ঈদ উৎসবের আয়োজন করেছেন বাঙ্গালী কমিউনিটি নেতৃবৃন্দরা।
রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিভিন্ন জামাতে মানুষের ঢল নামে।