ডায়াল সিলেট ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজনীতিবিদদের অংশগ্রহণে ‘রাজনীতির বাইরে’ অনুষ্ঠানে ঈদ আড্ডার বিশেষ আয়োজন করে একটি বেসরকারি টেলিভিশন। সোমবার ঈদের দিনেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

 

দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

 

৩৬ মিনিটের এই ঈদ আড্ডার এক পর্যায়ের দীপ্তি চৌধুরী অতিথিদের বলেন, আজকে একটা গেম সেকশন আছে। গেমটা হচ্ছে, একজন যদি আরেকজনের নির্বাচনি ক্যাম্পেইনে অংশ নেন তাহলে কিভাবে প্রচারণা করবেন? সেটি এখানে করে দেখাতে হবে।

 

কোন অতিথি কার নির্বাচনি প্রচারণা করবেন- সেটিও উপস্থাপক দীপ্তি চৌধুরী ঠিক করে দেন। এরই অংশ হিসেবে ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘ভাই সব। আগামীর রাজনীতি, নতুন রাজনীতি। আগামীর রাজনীতি, পরিবর্তনের রাজনীতি। আগামীর রাজনীতি, নতুন জেনারেশনের রাজনীতি। সেই জেনারেশনের অতি মেধাবী ও পিএইচডি ডিগ্রীধারী আমার ভাই ড. মাসুদকে আপনারা ভোট দেবেন, জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন।’

 

ব্যারিস্টার রুমিনের এমন প্রচারণা শুনে প্রতিক্রিয়ায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এবার জিতে গেছি সিওর। এবার আমার বিজয়ে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ। ড. মাসুদের সঙ্গে সুর মিলিয়ে ব্যারিস্টার রুমিনও বলেন, ‘ইনশাআল্লাহ’।

 

এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি ক্যাম্পেইনের অংশটুকু সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এ ধরনের আয়োজনকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন এবং প্রশংসাও করছেন।

 

একজন লিখেছেন, এই ধরনের প্রোগ্রাম অনেক বেশি হওয়া দরকার। তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের নিজেদের ভেতরের দূরত্ব অনেকটাই কমে যাবে।

 

আরেকজন লিখেছেন, ‘রাজনীতিবিদদের প্রোগ্রাম দেখেও যে আনন্দ পাওয়া যায়, মন খুলে হাসা যায়, তা নতুন বাংলাদেশেই সম্ভব। আমরা এমনই বাংলাদেশ চাই।’

 

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি ক্যাম্পেইন করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সামান্তা সারমিনের পক্ষে প্রচারণায় অংশ নেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *