ডায়াল সিলেট ডেস্ক :: দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান। অথচ সম্পর্কটা বৈরিতার। রাজনৈতিক এই বৈরিতা ঘুচাতে পারেনি গোটা দুনিয়াকে এক করা স্পোর্টসও। সবশেষ পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে জল ঢেলে দিয়েছিল ভারত।

 

তার আগে এশিয়া কাপেও দেখা গেছে একই চিত্র। যার বদলা নিতে পাকিস্তান আগামীতে ভারতে আয়োজিত কোনো ইভেন্টে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। তবে এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা। ভারতে আয়োজিত এশিয়া কাপে যোগ দিতে চলেছে পাকিস্তান।

 

অবশ্য এই জটিলতা ক্রিকেটে। তাই ধরনা করা হচ্ছে আসন্ন এশিয়া কাপে ভারতে আসতে পারে পাকিস্তান হকি টিম।

 

কেননা সামনেই হকির এশিয়া কাপ। এবারের পুরুষ হকি এশিয়া কাপ হবে বিহারের রাজগিরের নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্সে। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্ট। সোমবার পাকিস্তান হকি সংস্থার তরফে ঘোষণা করা হয় যে ভারতে হতে চলা এশিয়া কাপে খেলতে আসবে পাকিস্তান হকি দল। শেষ বার ২০২৩ সালে চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান। সেই ৬ দলের টুর্নামেন্টে ৫ নম্বরে শেষ করে পাকিস্তান হকি টিম।

 

পাকিস্তানের আসা নিয়ে ভারতের হকি ফেডারেশেনের সভাপতি দিলীপ তিরকে গণমাধ্যমকে বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ পৃথিবীর যে কোনও জায়গায় হোক না কেন, তা সব সময় রোমাঞ্চকর হয়। এই ম্যাচ সব সময়ই উপভোগ্য। ২০২৩ সালে চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান। খুব ভালো ম্যাচ হয়েছিল। আশা করি এবারও রাজগিরে এশিয়া কাপে প্রচুর দর্শক থাকবে।’

 

বিহারের রাজগিরে অনুষ্ঠিত এই ৮ দলের টুর্নামেন্টে ভারত,পাকিস্তান ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও মালয়েশিয়া খেলবে। বাকি দুই দল যোগ্যতা অর্জন পর্ব থেকে ঠিক হবে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *