ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

 

 

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের বীরেন সিং, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নুরুল ইসলাম, রণি আহমদ, সংগ্রাম পরিষদের আবুল খায়ের, আনিছ খান, ইউনুস আহমদ, শফিকুল ইসলাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের চিন্ময় রায় প্রমূখ।

 

 

কর্মীসভায় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে গণ মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের কাজ ও দায়িত্ব এড়িয়ে সর্বদা অতীত সৃষ্ট অবস্থাকে নিজেদের দায়মুক্তির কাজে ব্যবহার করার চেষ্টা করলে, একটার পর একটা অজুহাতের ফিরিস্তি তৈরি করলে আর অসততা গোপনের নানা ছল আবিষ্কার করলে অন্তবর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা কমতে থাকবে।

 

 

বক্তারা বলেন, গত ৫৪বছর শাসন কার্য পরিচালনায় যা চলছে, পুলিশ-প্রশাসন,আইন-বিচার,প্রথা-প্রতিষ্টান, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনীতি -সংস্কৃতি ইত্যাদি যেভাবে চালানো হয়েছে, তার সংস্কার প্রয়োজন।

 

অর্থাৎ সংস্কারের লক্ষ্য ও পথ যেন জনগণের স্বার্থ এবং প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক চরিত্র নির্মাণে সহায়ক হয় সেটাই হলো জনগণের মূল চাওয়া। কিন্তু সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে সংস্কার করতে চাইছে, অন্যদিকে সংস্কারের নামে কালক্ষেপণ করছে।

 

 

বক্তারা গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে যুক্তদের বিচার দাবি করেন। বক্তারা মব সন্ত্রাস ও সিলেট সহ সারাদেশে বাসাবাড়িতে হামলা বন্ধের আহবান জানান। বক্তারা ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ, কালাগুলসহ বিভিন্ন বাগানে চা শ্রমিকদের বকেয়া মজুরি-রেশন প্রদানের আহ্বান জানান।

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *