ডায়াল সিলেট ডেস্ক :: একদিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট ম্যাচ। সেজন্য সিলেটে প্রস্তুতি নিচ্ছে দুই দল। কিন্তু বৈশাখের শুরুতেই যে আবহাওয়া থাকে তার শিকার হচ্ছেন ক্রিকেটাররা। গতকাল বৈশাখী ঝড় ও বৃষ্টিতে পণ্ড হয়েছে উভয় দলের অনুশীলন। জিম্বাবুয়ে মাঠে নেমে কিছুটা গা গরমের সুযোগ পেলেও নাজমুল হোসেন শান্তদের কপালে সেটুকু সময়ও জুটেনি।

 

তবে মাঠ ও কন্ডিশন পরখ করার আগেই ড্রেসিংরুমে ফিরতে হয়েছে সফরকারীদের। এই দিক থেকে বেশ এগিয়ে রয়েছে বাংলাদেশ। অনুশীলন করতে না পারলেও শান্তদের সবকিছু রয়েছে নখদর্পণে। গতকাল জিমে সেশন করেই তারা দিন পার করেছেন।

 

গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে অনুশীলন করার কথা ছিল জিম্বাবুয়ের। দলটি সময়মতো হাজিরও হয়েছিল লাক্কাতুরায়। মেঘলা আকাশের দিকে তাকিয়ে ক্রেইগ আরভিনরা কিছুটা স্বস্তি নিয়ে শুরু করেছিলেন অনুশীলন। এরপরেই প্রকৃতি বেঁকে বসে। বৃষ্টির ফোঁটা নেমে আসে সবুজ গালিচার বুকে। তাড়াহুড়ো করে সকলে ফেরেন ড্রেসিংরুমে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করা ছাড়া জিম্বাবুয়েনদের কাছে আর কোনো রাস্তা ছিল না। অনুশীলনের নির্ধারিত সময় পার হয়ে গেলেও বৃষ্টি থামার নামগন্ধ ছিল না। দুপুর ২টা থেকে ছিল বাংলাদেশের অনুশীলন।

 

টিম বাস আউটারের সামনে আসলেও নামার সুযোগ হয়নি। সেখান থেকে স্টেডিয়ামের জিম সেন্টারে চলে গেছেন সকলে। মাঠে নামার সুযোগ না পেয়ে টাইগার বাহিনী জিম সেশনেই ব্যস্ত সময় কাটিয়েছেন। অবশ্য শান্তদের ক্যাম্প শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই। তারা সিলেটের সবকিছু ভালোভাবে পরখ করে নেওয়ার সুযোগও পেয়েছেন। তাতে গতকাল অনুশীলন পণ্ড হলেও তেমন মন খারাপ হয়নি টাইগারদের।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *