প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যাটিকানের পরবর্তী পোপ হিসেবে নিজেকেই দেখতে আগ্রহী বলে জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রসিকতার ছলে এমন আকাঙ্ক্ষা পোষণ করেন তিনি। খবর রয়টার্সের।
এর আগে, গত সপ্তাহেই মৃত্যু হয়েছে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে বিশ্বজুড়ে সবার নজর এখন ভ্যাটিকান সিটির দিকে। কে হবেন নতুন পোপ তা নিয়েই চলছে নানা জল্পনা।
এমন প্রেক্ষাপটেই পরবর্তী পোপ হিসেবে কাকে দেখতে চান? ওয়াশিংটনে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মজা করে বলেছেন, ‘আমিই চাইব পরবর্তী পোপ হতে। এটিই হবে আমার এক নম্বর পছন্দ’।
এ কথা বলার পরই অবশ্য আসলে কে পোপের দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে নিজের মতামত জানান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আসলে আমার নির্দিষ্ট কোনো পছন্দ নেই। তবে আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন। তিনি খুব ভালো। দেখা যাক কী হয়’।
ট্রাম্প মূলত কার্ডিনাল টিমোথি ডোলানকে উল্লেখ করেছেন। তিনি নিউ ইয়র্কের আর্চবিশপ। যদিও পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হওয়ার সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে তার নাম নেই।
তবে নিউ জার্সির নেওয়ার্ক শহরের আরেক কার্ডিনাল জোসেফ টোবিনকে পরবর্তী পোপ নির্বাচনে প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে অবশ্য এ পর্যন্ত কখনো কেউই পোপ নির্বাচিত হননি। পোপ ফ্রান্সিস ছিলেন ল্যাটিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ।
গত সপ্তাহে ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াও।
জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়েই ট্রাম্প ও পোপ ফ্রান্সিসের মধ্যে মতবিরোধ ছিল। বিশেষ করে অভিবাসী বিতাড়ন নিয়ে। অভিবাসীদের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস।
এদিকে তার মৃত্যুর পর এখন ৭ মে থেকে শুরু হচ্ছে নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া। সেদিনই শুরু হবে কার্ডিনালদের গোপন বৈঠক। গোটা বিশ্ব থেকে প্রায় ১৩৫ জন কার্ডিনাল এ প্রক্রিয়ায় অংশ নেবেন। তারাই নির্বাচন করবেন নতুন পোপ।
তবে পোপ হওয়ার দৌড়ে এখনো স্পষ্টত সামনের সারিতে নেই কেউই। তবে ফিলিপাইনের সংস্কারপন্থি কার্ডিনাল লুইস আন্তোনিও টাগলে এবং ইতালির কার্ডিনাল পিয়েত্রো পারোলিনকে প্রাথমিকভাবে সম্ভাব্য হিসেবে দেখা হচ্ছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech