ডায়াল সিলেট ডেস্ক :: দখলদার ইসরাইলের জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১ মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়েছে। টাইমস অব ইসরাইল, এএফপি

 

এএফপি জানিয়েছে, ইসরাইলের বেত শেমেশ শহরের কাছে ভয়াবহ দাবানলে গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের ভয়াবহতায় ওই এলাকার মহাসড়ক থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ। বুধবার এক বিবৃতিতে তিনি এই আগুনকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে উল্লেখ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে কাটজ বলেন, আমরা এক জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের বাহিনী মোতায়েন করতে হবে।

 

ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা এমডিএ জানিয়েছে, ওই আগুনের কারণে বর্তমানে শত শত মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ৬৩ দমকলকর্মী ও ১১টি বিমান আগুন নেভানোর কাজ করছে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *