ডায়াল সিলেট ডেস্ক :: অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অনলাইন জুয়া নিষিদ্ধ করে মঙ্গলবার সাইবার সুরক্ষা আইনের অনুমোদন দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এ সপ্তাহে আইনটি চূড়ান্ত হবে।

 

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

 

আগের সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে।এর ফলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মনগড়া ৯০ শতাংশ রাজনৈতিক মামলা বাতিল হবে।

 

ড. আসিফ নজরুল বলেন, নতুন সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। যা আগের আইনে ছিল না।তিনি বলেন, বিগত সরকারের আমলে জাতির পিতা এবং জাতীয় পতাকা অবমাননা নিয়ে যেসব মামলা হতো, সেগুলোসহ ৯টি ধারা বাতিল হয়েছে।

 

উপদেষ্টা জানান, বাতিল হওয়া ৯টি ধারায় ৯৫ শতাংশ মামলা হতো, যা এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

 

আসিফ নজরুল আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনসহ তিনটি আইনের খসড়া অনুমোদন হয়েছে।বাকি দুটি হলো ‘সীমানা পুনর্নির্ধারণ’ ও সিভিল প্রসিডিউর কোর্ট-সিপিসি।এর ফলে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি হবে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *