প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলের আখনূর, সাম্বা, কাঠুয়া এবং আরও কয়েকটি স্থানে ড্রোন হামলা হয়েছে।সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে পাকিস্তান জম্মুতে ‘লয়টারিং মিউনিশান’ দিয়ে ড্রোন হামলা চালাচ্ছে।
‘লয়টারিং মিউনিশান’ বলতে সাধারণত এক ধরনের ড্রোন বোঝায় যার সঙ্গে ওয়ারহেড যুক্ত থাকে এবং এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এধরণের ড্রোনকে ‘কামিকাজে ড্রোন’ও বলা হয়।
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাল্টা গুলি চালাচ্ছে।
জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি জম্মু বিমান বন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে রয়েছে বলে গণনা করেছেন।
এদিকে, বার্তা সংস্থা এএফপিকে একটি নিরাপত্তা সূত্র বিমান বন্দরে বিস্ফোরণের খবর জানিয়েছে।
ওই প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন যে ওই সময় বাজার বন্ধ ছিল এবং তারা লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন, তখন সাইরেন বাজছিল এবং গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
এ হামলার ফলে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী এলাকায় তৎপরতা জোরদার করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
এদিকে, ভারতীয় সেনাবাহিনীর সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মুতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, এ সময় গোটা শহর জুড়ে এয়ার সাইরেন বাজছিল।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech