ডায়াল সিলেট ডেস্ক :: শুরু থেকেই ঝড় চালিয়ে গেলেন! কখনও তাওহীদ হৃদয় বা কখনও জাকের আলী সঙ্গ দিলেন! তবে নিয়মিত সঙ্গী বদলালেও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ঝড় থামেনি কখনো। গুনে গুনে হাঁকালেন ৯টি ছক্কা, যেটা কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে হাঁকানো বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ ছক্কা। ১৯তম ওভারের শেষ বলে পূর্ণ করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরি, এখানে অবশ্য তিনি দ্বিতীয়। এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ক্রিকেটের এই সংস্করণে সেঞ্চুরি করেন তামিম ইকবাল।

 

২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৫৪ বলে ৯ ছকা আর ৫ চারে ঠিক ১০০ রান করেন ইমন। বাংলাদেশের ব্যাটিং ইনিংসটাই ইমনময়! আর কেউ ৩০ রানও করতে পারেননি। বাকিদের মধ্য সর্বোচ্চ ২০ রান করেন হৃদয়।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *