ডায়ালসিলেট ডেস্ক :: শিক্ষানুরাগী ও সমাজসেবক রাগীব আলীর দ্রুত সুস্থতা কামনা করে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকলের কাছে দোয়া চাইলেন যুক্তরাজ্য বিএনপি মিডিলসেক্স শাখার কমিটির সদস্য ও খালেকাবাদ হাফিজিয়া মাদ্রাসার পরিচালক যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ চৌধুরী।

 

 

তিনি বলেন , রাগীব আলী একজন সৎ ও বিনয়ী একজন মানুষ ।তিনি সবসময় সাধারণ জনগণের কল্যাণে পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তার মাধ্যমে অনেক পরিবার আজ সাবলম্বী হতে পেরেছে অনেকে বিদেশে পাড়ি জমিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন। তাই তিনি সবসময় প্রশংসার দাবিদার।

 

 

তিনি আরো বলেন, তার সাথে আমাদের পারিবারিক সুসম্পর্ক রয়েছে। প্রায় ১৯৭৫সালে লন্ডনে তাজমহল নামে একটি রেস্টুরেন্ট এ আমার পিতা আব্দুল খালিক চৌধুরীর সাথে রাগীব আলী ব্যবসায়ী পার্টনার হিসেবে ছিলেন। সে সুবাদে তিনি আমাদের পারিবারের একজন সদস্যও বটে।

 

 

আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি অতিশীঘ্রই তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

 

 

উল্লেখ্য রাগীব আলী সিলেটের শিক্ষা ও সমাজসেবায় অসামান্য অবদান রেখেছেন। তিনি লিডিং ইউনিভার্সিটি গড়ে তুলেছেন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, গৃহনির্মাণ, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *