ডায়ালসিলেট ডেস্ক :: রাজধানীর নিউমার্কেট থানাধীন সেন্ট্রাল রোডে এক যুবককে অতর্কিত হামলা চালিয়েছে দূবৃর্ত্তরা। এতে গুরুত্বর আহত হয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।

হামলার শিকার সেই যুবকের নাম সাইফ হোসেন মুন্না। তিনি কলাবাগান থানার ১৬ নাম্বার ওয়ার্ডের একজন বিএনপি কর্মী। বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা হয়েছে।

 

 

এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার রাত ১২টার দিকে সড়কের পাশে পাশাপাশি দাঁড়িয়ে আছেন দুই যুবক। হঠাৎ মোটরসাইকেলে আরও দুই যুবক এসে দাঁড়ালেন তাদের সামনে। মোটরসাইকেল স্ট্যান্ড করে মুহুর্তেই তিন যুবক মিলে দাঁড়িয়ে থাকা এক যুবককে মারপিট শুরু করলেন। তাদের মধ্যে পাঞ্জাবি ও হেলমেট পরা এক যুবক মাটিতে ফেলে চাকু দিয়ে উপর্যুপরি কোপাতে লাগলেন ওই যুবককে। কিছুক্ষণ পর যখন নিস্তেজ হয়ে পড়েন ওই যুবক, তখন মোটরসাইকেলে সটকে পড়েন হামলাকারী তিন যুবক। এ সময় সড়কে থাকা অন্যরা দাঁড়িয়ে দেখছেন এই বিভৎসতা।

 

 

প্রায় দুই মিনিট ছয় সেকেন্ডের সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মারাত্মক জখম সাইফ হোসেন মুন্নার দুই হাতে ১০ থেকে ১৫টি কোপ লেগেছে। এতে হাতের অধিকাংশ রগ কেটে গেছে বলে জানিয়েছেন স্বজনেরা।

 

 

পুলিশ জানায়, রোববার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইফ হোসেনের গতি রোধ করেন মামুন নামে এক ব্যক্তি। তখন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন এম সি শুভ ও রানা নামের দুজন। আরেকটি মোটরসাইকেলে আসেন মোবারক নামে একজন। এ সময় সাইফকে ওপরে তুলে মাটিতে ফেলে দেন মামুন। আর শুভ মোটরসাইকেল থেকে নেমে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। পরে তার সঙ্গে আরও দুজন যুক্ত হন। কোপানোর পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

 

 

 

নিউমার্কেট থানার ওসি জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও বেশ কয়েকজনকেও আসামি করা হয়েছে। কোপানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *