ডায়াল সিলেট ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেছে ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৩টার দিকে সেখানে অবস্থান নেয় ছাত্র সংগঠনটি।
এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘এক দফা এক দাবি, ভিসির পদত্যাগ’, ‘ভিসি প্রক্টরের অনেক গুণ, নয় মাসে দুই খুন’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হয় গুরুত্বপূর্ণ এই মোড়টিতে।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কর্মসূচিতে যোগ দিয়েছেন।