ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশে স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে তিন বছর মেয়াদি প্রকল্প নিচ্ছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

 

বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও নির্বাচন কমিশনের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে জাতিসংঘের এ সংস্থাটি।

 

এক বিবৃতিতে ইউএনডিপি জানিয়েছে, ‘ব্যালট প্রজেক্ট’ নামের এই প্রকল্পে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভোটারদের শিক্ষার প্রসার, নাগরিকদের অংশগ্রহণ, আইন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং ভুয়া তথ্য ও নির্বাচনি সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

২০২৫-২৭ মেয়াদি এ প্রকল্প দুই ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপে থাকবে জরুরি নির্বাচন সহায়তা—যার মধ্যে রয়েছে কারিগরি প্রস্তুতি ও ভোটারদের সঙ্গে যোগাযোগ।

 

দ্বিতীয় ধাপে নির্বাচনের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনি সংস্কারের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।

 

নির্বাচন কমিশন ছাড়াও ইউএন উইমেন, ইউনেসকো ও সুশীল সমাজের সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়িত হবে।

 

চুক্তিতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদির সিদ্দিকী, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

 

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘এই প্রকল্পটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে শুরু হচ্ছে। কমিশনকে স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেতে এ প্রকল্প কাজে আসবে।’

 

স্টেফান লিলার বলেন, ‘ব্যালট প্রকল্প বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *