ডায়াল সিলেট ডেস্ক :: ভোক্তাপর্যায়ে জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, ডিজেল লিটার প্রতি ১০৪ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকটেন ১২৫ টাকা থেকে তিন টাকা কমিয়ে ১২২ টাকা, পেট্রোল ১২১ টাকা থেকে তিন টাকা কমিয়ে ১১৮ টাকা করা হয়েছে। এছাড়া কেরোসিনের মুল্য লিটারে ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম শনিবার রাত ১২ টার পর থেকে কার্যকর হবে। এর আগে, গত ৩০শে এপ্রিল জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল মন্ত্রণালয়। তখন থেকে ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, কেরোসিন ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *