ডায়াল সিলেট ডেস্ক :: কোরআন পোড়ানোর দায়ে দোষী সাব্যস্ত করে এক ব্যাক্তিকে ২৪০পাউন্ড জরিমানা করেছে লন্ডনের একটি আদালত। তুরস্কে জন্মগ্রহণকারী ও কুর্দিশ-আর্মেনিয়ান বংশোদ্ভূত ৫০ বছর বয়সী কোসকুন নামের ওই ব্যাক্তি গেল ফেব্রুয়ারিতে মিডল্যান্ডস এলাকা থেকে লন্ডনের নাইটসব্রিজের রাটল্যান্ড গার্ডেনসে এসে তুর্কি কনস্যুলেটের সামনে কোরআন পোড়ান ও চিৎকার করে ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক কথা বলেন।

 

তখন তার বিরুদ্ধে ধর্ম অবমাননার একটি অভিযোগ দায়ের হয়। তদন্ত শেষে আদালত তাকে এই জরিমানা প্রদান করেন। রায়ে বিচারক ম্যাকগারভা উল্লেখ করেন এই কাজটি ‘অত্যন্ত উসকানিমূলক’ ও তিনি অন্তত আংশিকভাবে মুসলিমদের প্রতি ঘৃণা থেকে অনুপ্রাণিত হয়ে কাজটি করেছেন। এই ঘটনার জন্য একটি ‘অপরাধমূলক সাজা’ সম্পূর্ণ যথাযথ। তিনি বলেন, আমি নিশ্চিত যে অভিযুক্তের আচরণ মুসলিমদের প্রতি ঘৃণা থেকে এসেছে ও তা জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠা তৈরি করেছে।

 

তবে কোসকুন আদালতে তার মত প্রকাশ করে বলেন , তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে। নিজের বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তুরস্কের সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে তিনি এটা করেছিলেন।

 

কোসকুনের আইনজীবীরা আদালতের রায়কে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে মন্তব্য করেন। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও বলেন তারা।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *