ডায়াল সিলেট ডেস্ক :: পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদানের পরিকল্পনা করলে ভবিষ্যতে ভিসা নবায়নের ক্ষেত্রে বড় ধরনের জটিলতায় পড়তে পারেন-এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

 

এক বার্তায় দূতাবাস জানিয়েছে, অনেক বিদেশি নাগরিক পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন এবং এই সময় চিকিৎসা সেবার ব্যয়ভার প্রায়ই মার্কিন সরকারের ওপর পড়ে, যা শেষ পর্যন্ত দেশটির করদাতাদের বহন করতে হয়।

 

এই ধরনের ভ্রমণ যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। ফলে, এ ধরনের অভিজ্ঞতা ভবিষ্যতে ভিসা নবায়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে সবাইকে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

 

এছাড়া কোনো আবেদনকারীর ক্ষেত্রে যদি কনস্যুলার কর্মকর্তাদের সন্দেহ হয় যে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে তাকে স্বয়ংক্রিয় মার্কিন নাগরিকত্ব প্রদান করানো, তাহলে সেই আবেদন সরাসরি বাতিল করা হতে পারে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *