প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপি নেতা ইশরাক হোসেনের চলমান কর্মকাণ্ডকে ‘ক্রিমিনাল অফেন্স’ হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইশরাক হোসেন বর্তমানে যে ধরণের কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তা স্পষ্টভাবে আইনের লঙ্ঘন। তাকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে, রাজনৈতিক স্বার্থে তাকে ব্যবহার করা হচ্ছে।’
সরকার-বিএনপির বর্তমান সম্পর্ক ভালো উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘এই ইতিবাচক সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ইশরাককে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।’ তিনি আরও জানান, ইশরাকের মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয়ে প্রাথমিকভাবে ফাইল তৈরি হলেও, বিষয়টি তখনো বিচারাধীন থাকায় আইন মন্ত্রণালয়ের পরামর্শে তা বন্ধ রাখতে হয়।
জনগণের স্বার্থে ইশরাককে সংঘাতের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘সমঝোতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। রাজনৈতিক পরিপক্বতা ও দায়িত্ববোধই এখন সবচেয়ে প্রয়োজন।’
এদিকে, শপথ না নিয়েও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেন। বুধবার (১৮ জুন) নগরভবনে অনুষ্ঠিত টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। একইদিন এক সংবাদ সম্মেলনে সরকারকে একতরফাভাবে প্রশাসক দিয়ে নগর পরিচালনার অভিযোগও তোলেন তিনি।
ইশরাকের ভাষ্য, ‘আমরা আন্দোলনের মধ্যেও নাগরিকদের জরুরি সেবা চালু রেখেছি। অথচ আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত করতে নানা কৌশল নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের উপেক্ষা করে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া আদালতের নির্দেশনার অবমাননার শামিল।”
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech