ডায়াল সিলেট ডেস্ক :: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা  ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। কলকাতায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

 

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানান যে, এটি একটি সৌজন্য বৈঠক। নয় বছর পর বাংলাদেশের কোনো হাইকমিশনার মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করলেন।

 

বাংলাদেশে পুশইন নিয়ে উদ্বেগের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন বক্তৃতা করায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষোভ প্রকাশ করেছে। গত ২৯ মে রিয়াজ হামিদুল্লাহ ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসাবে পরিচয়পত্র পেশ করেন।

 

বৈঠকে রিয়াজ হামিদুল্লাহর কাছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান।

 

মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *