ডায়াল সিলেট ডেস্ক :: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে সম্মতির কথা জানায় ইসরাইলও। এবার গত ১৩ জুন শুরু হওয়া এ ১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানল ইরানও। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

 

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ অনুসারে, পেজেশকিয়ান বলেন, ‘আজ, আমাদের মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর, যাদের দৃঢ় সংকল্প ইতিহাস তৈরি করেছে; আমরা একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরাইলের উস্কানিমূলক এই ১২ দিনের যুদ্ধের সমাপ্তি প্রত্যক্ষ করছি।’

 

এর আগে, পেজেশকিয়ান বলেন, তার দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে। ইরানের মানুষ আবারও দেখিয়েছে যে সমস্যা ও ক্ষোভ থাকা সত্ত্বেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়।

 

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ১২ দিনের ইসরাইলি আক্রমণের পরও তেহরান তার পারমাণবিক কর্মসূচি ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘আমরা এই প্রযুক্তি অর্জনের জন্য বিশাল প্রচেষ্টা চালিয়েছি। আমাদের বিজ্ঞানীরা এই লক্ষ্যে ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন এবং এমনকি তাদের জীবনও হারিয়েছেন। আমাদের জনগণ এর জন্য চ্যালেঞ্জ সহ্য করেছে এবং এই ইস্যুতে আমাদের জাতির ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। এটা নিশ্চিত যে ইরানের কেউ এই প্রযুক্তি ত্যাগ করবে না।’

 

এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে নিজেদের জয় হিসেবে দেখছে তেহরানের বাসিন্দারা। তারা তেহরানে আনন্দ মিছিলও করেছে।

 

তেহরানে যখন জয় উৎসব চলছে তখন ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘আমরা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছি, এবং এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *