প্রকাশিত: ৩:২৮ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৫
ডায়ালসিলেট ডেস্ক :: ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়া এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরে ঢুকে ঐ নারীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। পরে তাকে নির্যাতন করা হয়।
এই ঘটনার শনিবার রাতে ৫১ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানায়নি। এর আগে শুক্রবার ভুক্তভোগী ওই নারী ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ১০/১২ জন যুবক ওই নারীকে মারধর করছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় ফজর আলী (৩৮) নামে এক ব্যক্তিকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন।
পুলিশ বলছে, ভিডিও ভাইরাল হওয়ার আগে ওই নারীকে নির্যাতনের বিষয়টি কেউ জানায়নি। এ ঘটনার পর থেকে আসামি পলাতক। পুলিশ বলছে, ফজরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, ঘটনার রাতে তার বাবা-মা বাড়িতে ছিলেন না। ওই সময় ফজর আলী বাড়িতে এসে ঘরের দরজা খুলতে বলেন। রাজী না হলে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ফজর আলীকে আটক করে মারধর এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে ওই নারীকে উদ্ধার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের দুটি টিম মাঠে রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে। ওই নারীকে নির্যাতনের ঘটনায় যারা জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে।
এ দিকে নারীকে নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা পুলিশ সুপার পক্ষ থেকে জানানো হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech