প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৫
ডায়ালসিলেট ডেস্ক :: সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় চাঁদা না পেয়ে দুই ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত দুই ভাই আল আমীন ও ইসমাইল পৌর শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ শহরে ট্রাফিক পয়েটস্থ শহীদ মিনার এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন অনেকে। শহীদ মিনার এলাকায় ব্যবসা করতে হলে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দাবি করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা ও যুবলীগকর্মী সুহেল মিয়া।
চাঁদা দিতে অপারগত প্রকাশ করলে বৃহস্পতিবার কাপড় ব্যবসায়ী বিল্লাল আহমদকে মারধর করেন শহরের উত্তর আরফিন নগরের বাসিন্দা সুহেল ও তাঁর ভাই ফল ব্যবসায়ী রয়েল। পরে শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ী বিল্লালের অপর দুই ভাই আল আমীন ও ইসমাইল ট্রাফিক পয়েন্ট এলাকায় গেলে তাদের গতিরোধ করে যুবলীগনেতা সুহেল ও তাঁর ভাই রয়েলসহ কয়েকজন যুবক।
এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে সুহেল ও তার লোকেরা আল-আমীন ও ইসমাইলের উপর অতর্কিত হামলা চালিয়ে দুই ভাইকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুই ভাইকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির আইনুনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech