প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পাঁচটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ (পুতুল), শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক (রূপন্তী) এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২৩ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ জুলাই) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন এ আদেশ দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।
তিনি বলেন, ‘প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পাঁচটি মামলায় শেখ হাসিনাসহ অন্যদের গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল আজ (মঙ্গলবার)। পাঁচটি মামলায় তামিল প্রতিবেদন আদালতে জমা পড়েছে। তামিল প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাসহ ১২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আদালত শেখ হাসিনাসহ ২৩ জনকে ২০ জুলাই হাজির হওয়ার জন্য পত্রিকায় গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন।’
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের আরেকটি মামলায় গত ১৭ জুন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দুই মেয়েসহ ১২ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত।
২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক।
ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয় মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সাতজনের বিরুদ্ধে গত ১০ মার্চ অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech