প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: টেস্ট ক্রিকেটের আদি ফরম্যাট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এই তিন তারকাকে ছাড়া দীর্ঘদিন পর টেস্ট খেলছে ভারত।
অধিনায়ক রোহিত শর্মার অবর্তমানে ইংল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমান গিল। ২৫ বছর বয়সী এই টপঅর্ডার ব্যাটসম্যান ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে করেন সেঞ্চুরি (১৪৭)।
গতকাল বুধবার এজবাস্টনের শুরু হওয়া পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে হাঁকান সেঞ্চুরি। আজ ১১৪ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নেমেই মধ্যাহ্ন ভোজের পরপর হাঁকান ডাবল সেঞ্চুরি।
এদিন ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে মাইলফলক স্পর্শ করেন শুভমান গিল। তিনি ভারতীয় প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ড সফরে ডাবল সেঞ্চুরি হাঁকালেন।
অতীতে কপিল দেব, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ভারতীয় তারকারা এই রেকর্ড গড়তে পারেননি।
অথচ শুভমান গিল ক্যারিয়ারের ৩৪তম টেস্টেই এই নজির গড়েন। তিনি ৩৪৮ বল মোকাবেলা করে ২৯টি চার আর ৩টি ছক্কার সাহায্যে আড়াইশ রান পূর্ণ করেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech