যুক্তরাষ্ট্রের টেক্সারাজ্যে ভয়াবহ বন্যায় মৃত্যুতের সংখ্যা ২৪

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ ২৫ জন স্কুল ছাত্রী । বন্যাকবলিত এলাকা থেকে ইতিমধ্যেই সরানো হচ্ছে বাসিন্দাদের। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই বন্যাকে ‘ভয়াবহ’ এবং ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন।

 

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, উদ্ধার অভিযান রাতভর চলছে। মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। টেক্সাস জুড়ে স্বাধীনতা দিবস উদযাপন বাতিল করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২৩৭ জনকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 

 

আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার কারণে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। গতকাল শুক্রবার হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। টেক্সাসের গভর্নর সাংবাদিক সম্মেলনে জানান, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়। ফলে বন্যা ধ্বংসাত্মক রূপ নেয়।

 

বিবিসি সূত্রে খবর, ওই অঞ্চলেই সামার ক্যাম্প হচ্ছিল। বন্যায় এখনও পর্যন্ত ২৫ জন শিক্ষার্থীর খোঁজ মিলছে না। স্থানীয়রা বলছেন, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। আগেভাগে কোনও সতর্কতা পাননি তাঁরা। খুব দ্রুতই গুয়াদালুপে নদীর পানি বিপদসীমার উপরে চলে যায়। টেক্সাসের গভর্নর আরও জানিয়েছেন, উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার নামানো হয়েছে। রয়েছে ১২টি ড্রোনও। উদ্ধারকাজে নেমেছেন শয়ে শয়ে কর্মী। জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে যে, পশ্চিম-মধ্য টেক্সাসের কিছু অংশে আরও বন্যার সম্ভাবনা রয়েছে।

 

সান আন্তোনিও অঞ্চলে রাতভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, নদীর তীর এবং কালভার্টগুলো এইসময় অনিরাপদ। তাই নাগরিকদের এগুলো এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

 

সূত্র : বিবিসি

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ